চট্টগ্রামের সজ্জন মানুষ অসীম দাস দুঃখী মানুষদের মুখে আনন্দের নির্মল হাসি ফোটালো



আর্ত সারথি'র সম্মানিত উপদেষ্টা চট্টগ্রামের সজ্জন মানুষ অসীম দাস দাদা শীতার্তদের জন্য আর্ত সারথি'র ত্রাণ তহবিলে কুরিয়ার যোগে ২০ টি সুন্দর কম্বল পাঠিয়েছেন। আজ এগুলো হাতে পেলাম। অনেক ধন্যবাদ দাদাকে। আপনাদের মতো মানুষেরা আছেন বলেই আমরা আর্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। দুঃখী মানুষদের মুখে আনন্দের নির্মল হাসি ফোটাতে পারি।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.