আর্ত মানবতার সেবায় আমরা

আর্ত সারথি'র উদ্যোগে নদী ভাঙ্গনকবলিত ভূঞাপুর উপজেলার দুইশত দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।
আর্ত সারথির স্বপন রায়, রাব্বি সিকদার ও আমি সকাল ৭টায় সখীপুর থেকে করটিয়া হাটে গিয়ে কম্বল কিনে গাড়ি ছাড়ি ভূঞাপুরের উদ্দেশ্যে। সেখানে আগে থেকেই ভূঞাপুরের সংগঠকদের করা তালিকা অনুযায়ী উপজেলার দুইটি এলাকায় দুই দফায় আমরা শীতার্তদের হাতে কম্বল তুলে দেই। আমাদের দেয়া উষ্ণতায় তারা ব্যাপক আনন্দিত হয়েছেন। দেখে আমরাও শান্তি পেয়েছি।
আমাদের আজকের এইকাজে ভূঞাপুর থেকে সহযোগিতা করেছেন উপজেলা সিপিবি'র সভাপতি কমান্ডার আশরাফ আলী তালুকদার, ক্ষেতমজুর নেতা হবিবর রহমান, যুব ইউনিয়ন নেতা হানিফ ভূঁইয়া ও উপজেলা খেলাঘর আসর সম্পাদক মেহেদী হাসান। আপনারাসহ আর্ত সারথির সম্মানিত উপদেষ্টা ও সকল সদস্যবৃন্দসহ এবারের শীতবস্ত্র বিতরণে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আর্ত সারথির পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদান্তে - সভাপতি /সম্পাদক, আর্ত সারথি।

Image may contain: 5 people, outdoor
Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: 4 people

Image may contain: 6 people, people standing and outdoor

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.