উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে আমরা
আচ্ছা শীতের কাপড় তো সবারই আছে এক বা একাধিক, তাই তো?
আবার নতুন করে শীত থেকে পালাতে আরো নতুন কয়েকটা শীতের কাপড় কিনেছেন নিজের আর নিজের পরিবারের জন্য, তাইতো??
শীতকে আপনার ভালোই লাগে, গরম চাদরে নিজেকে মুড়িয়ে শীতের পিঠা আরো ভালো লাগে,তাই না?
কিন্তু আপনি একটাবার ভেবেছেন কি আপনার পাড়া প্রতিবেশী, এই ছয়ানীতে এমন অজস্র অসহায় মানুষ আছে যাদের কাছে শীত ভালো লাগা নয়, ভয় লাগার কারণ!
ভয় পাচ্ছে সেই মা যখন কোলের সন্তান শীতে কান্না করছে, বুকের দুধ ও খাচ্ছে না, শীতে মায়ের কোলেও একটু গরম পাচ্ছে না। মা ভয়ে আছেন "এই বুঝি খোকার ঠান্ডা লাগলো"। তার গায়ের একটা শীতের কাপড় নেই। তবুও সন্তানকে শীত থেকে বাঁচানোর লড়াই করে যান। নিজের ১২হাতের কাপড় খানি মুড়িয়ে সন্তানদের আগলে রাখেন। একটুখানি উষ্ণতার জন্যে।
আচ্ছা, আমরা সেই মায়ের হাতে, সেই পরিবারের হাতে একটা কম্বল তুলে দিতে পারিনা?
পথে পথে হাজারো শিশু সিমেন্টের স্লাপ এর ভিতর আবর্জনা পুড়িয়ে অনুভূতি চাইছে গরমের, তবুও আগুনে মিনিট পাঁচেক উত্তাপ। আগুন ফুরালেই শেষ!
কত শত মানুষের এই শীতে একটা আক্ষেপ চাওয়া শুরু হয়ে গেছে যদি শীতের একটা কাপড় থাকত! কত মা বাবা নিজের সন্তানের শীতের কষ্ট দেখে অসহায়ত্বের দীর্ঘশ্বাস আরো দীর্ঘ হবে!
এবার আর নয়
নিজের শীতের কাপড়ের সাথে যেন সে অসহায় মানুষের কাপড় ও কেনা হয়,
যেন এবার জেগে উঠে আপনার আমার চিন্তা ভাবনা। জয় হোক মানবতার।
মায়ের কোলে যেন সন্তান সে পরশ টা পায়!
শীতের কাপড় দিতে না পারাই বাবার দীর্ঘশ্বাসটা যেন না বাড়ে!
রাস্তায়র সুবিধাবঞ্চিত বাচ্চাগুলো যেন শীতে নগ্ন
কঙ্কাল দেহে আর না কাঁপে!!!!
যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন
উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে।
আবার নতুন করে শীত থেকে পালাতে আরো নতুন কয়েকটা শীতের কাপড় কিনেছেন নিজের আর নিজের পরিবারের জন্য, তাইতো??
শীতকে আপনার ভালোই লাগে, গরম চাদরে নিজেকে মুড়িয়ে শীতের পিঠা আরো ভালো লাগে,তাই না?
কিন্তু আপনি একটাবার ভেবেছেন কি আপনার পাড়া প্রতিবেশী, এই ছয়ানীতে এমন অজস্র অসহায় মানুষ আছে যাদের কাছে শীত ভালো লাগা নয়, ভয় লাগার কারণ!
ভয় পাচ্ছে সেই মা যখন কোলের সন্তান শীতে কান্না করছে, বুকের দুধ ও খাচ্ছে না, শীতে মায়ের কোলেও একটু গরম পাচ্ছে না। মা ভয়ে আছেন "এই বুঝি খোকার ঠান্ডা লাগলো"। তার গায়ের একটা শীতের কাপড় নেই। তবুও সন্তানকে শীত থেকে বাঁচানোর লড়াই করে যান। নিজের ১২হাতের কাপড় খানি মুড়িয়ে সন্তানদের আগলে রাখেন। একটুখানি উষ্ণতার জন্যে।
আচ্ছা, আমরা সেই মায়ের হাতে, সেই পরিবারের হাতে একটা কম্বল তুলে দিতে পারিনা?
পথে পথে হাজারো শিশু সিমেন্টের স্লাপ এর ভিতর আবর্জনা পুড়িয়ে অনুভূতি চাইছে গরমের, তবুও আগুনে মিনিট পাঁচেক উত্তাপ। আগুন ফুরালেই শেষ!
কত শত মানুষের এই শীতে একটা আক্ষেপ চাওয়া শুরু হয়ে গেছে যদি শীতের একটা কাপড় থাকত! কত মা বাবা নিজের সন্তানের শীতের কষ্ট দেখে অসহায়ত্বের দীর্ঘশ্বাস আরো দীর্ঘ হবে!
এবার আর নয়
নিজের শীতের কাপড়ের সাথে যেন সে অসহায় মানুষের কাপড় ও কেনা হয়,
যেন এবার জেগে উঠে আপনার আমার চিন্তা ভাবনা। জয় হোক মানবতার।
মায়ের কোলে যেন সন্তান সে পরশ টা পায়!
শীতের কাপড় দিতে না পারাই বাবার দীর্ঘশ্বাসটা যেন না বাড়ে!
রাস্তায়র সুবিধাবঞ্চিত বাচ্চাগুলো যেন শীতে নগ্ন
কঙ্কাল দেহে আর না কাঁপে!!!!
যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন
উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে।
No comments