শীতার্তের পাশে আর্ত সারথি

শীতার্তের পাশে আর্ত সারথি
................................................
প্রাপ্তি স্বীকার: লিটন সরকার ৫০০, এনামুল হক ১৫০ ও পরাণ পাল ১০০ টাকা। আগের জমা আছে ১৩,০০০ হাজার ও ২০টি কম্বল।

প্রিয় সারথিগণ শুভেচ্ছা জানবেন। আর্ত সারথি'র সকল সম্মানিত উপদেষ্টা ও সদস্যদের অবগতির জন্য  জানানো  যাচ্ছে যে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা  শীতার্ত মানুষদের হাতে গরম কাপড় ; কম্বল ও সোয়েটার তুলে দেবো।
সেই কারণে ১২ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে আপনারা যাঁরা নগদ অর্থ সাহায্য এবং কাপড়-চোপড় পাঠাতে চেয়েছেন বা চান তাঁদের কে নিম্নোক্ত ঠিকানায়  পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

বিকাশ পার্সোনাল- ০১৭১৬-৪৭৭৬৮৪৯ স্বপন রায়,
অর্থ সম্পাদক, আর্ত সারথি।
 বিকাশ পার্সোনাল- ০১৭২৪-৪৫৩৫৫৭ কৃষ্ণ কুমার।

কাপড় পাঠানোর ঠিকানা:-
কৃষ্ণ কুমার কর্মকার
সাধারণ সম্পাদক, আর্ত সারথি।
আরামবাগ, সখীপুর, টাঙ্গাইল।

অনুরোধক্রমে-
ডা. মুহাম্মদ রেজাউল করিম রেজা
সভাপতি, আার্ত সারথি।
কৃষ্ণ কুমার কর্মকার
সাধারণ সম্পাদক,আর্ত সারথি,
সখীপুর, টাঙ্গাইল।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.