ছোট কুটিরে ইশ্বর থাকে না শুধু মুর্তি থাকে মুর্তি
আমি দেবালয়ে গিয়েছিলাম, সেখানে দেখেছি অসংখ্য মানুষের ভীড়, একবেলা একমুঠো খাবারের জন্য দাঁড়িয়ে আছে..।
আমি মসজিদে গিয়েছিলাম, তার বাইরেই দেখেছি অনেক কানা,লেংড়া গেইটের সামনে দুইটা টাকার জন্য হাত পেতে বসে আছে.।
আমি চার্চে গিয়েছিলাম, সেখানে দেখেছি জীবন্ত মানুষের লাশ তোমার সামনে মাথানত...।
তোমার সৃষ্টির ধরণীর বুকে আজ মানুষ নামের প্রাণীটি দূর্বল, স্বার্থান্বেষী, চিরাচরিত ভদ্র মুখোশের আড়ালে তোমাকে নিয়ে খেলছে রাজনৈতিক মহল থেকে শিক্ষামহল।
আমি আমার ছোট কুটিরে তোমাকে খুঁজি, সত্যি কি নেই তুমি আমার ভাঙা মন্দিরে..!
তুমি কি হাজার কোটি টাকা দিয়ে তৈরি মন্দির, মসজিদ, গির্জায় থাকো..?
আমিতো ভেবেছি হাজার কোটি টাকা দিয়ে তৈরি মন্ডুপের কথা, আমি ভেবেছি জলসা, বড়দিনের খরচের অঙ্ক.।
ইস যদি সেই টাকাটা ফুটপাতের শিশুরা পেতো, তাহলে তাদের অনাহারে মরতে হতো না.।
যে ছেলেটা টাকার জন্য পড়া ছেড়ে শিশু শ্রমিকের খাতায় নাম লিখিয়েছে, সেই টাকাটা হলে পড়া ছারতে হতো না।
মানুষ যদি তোমাকে ভাঙা কুটিরে খুঁজতো তাহলে হয়তো মানুষ আর গরীব থাকতো না..।
#হেডমাস্টারের_খোঁজে.
No comments