বাড়ছে দিন দিন নাস্তিকতার হাড়...।
নাস্তিক!!!
আশ্চর্য হওয়ার কিছু নাই। চিনে ৯০ ভাগ মানুষই নাস্তিক। ৬৫ টি দেশে জরিপ চালিয়েছিল একটি বেসরকারী তথ্য প্রদানকারী সংস্থা ""গ্যালপ ইন্টারন্যাশনাল''।
জরিপের ফলাফলে দেখা যাচ্ছে যে, বিশ্বের সবচে জনবহুল দেশ যাকে বলা হয় "গনচিন,, সে দেশে ৯০% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন। চীনের শতকরা ৬১ ভাগ মানুষ সৃস্টিকর্তার অস্তিত্ব সরাসরি অস্বীকার করেন।বাকি ২৯ ভাগ তাদের ধর্ম সহ কোন ধর্মকেই বিশ্বাস করেন না।
নাস্তিক অধ্যুষিত আরো কিছু দেশ।।
১) সুইডেন ৮৫.২% মানুষ নাস্তিক।
২) ভিয়েতনাম ৮১.৩%
৩) নরওয়ে - যেখানে বিশ্বের সবচাইতে বজ্রপাত প্রবন দেশ।নাস্তিক হওয়া সত্যেও ধর্ম বিশ্বাসী দেশ অপেক্ষা বজ্রপাতে মৃতের সংখ্য একেবারেই কম। নাস্তিকের হার ৭২.৬%
৪) চেক রিপাবলিক ৬৯.৭%
৫) ফিনল্যান্ড ৬০.৮%
৬) ফ্রান্স ৫৪.৯%
৭) জার্মান ৪৯.১০%
৮) হাঙ্গেরী ৪৮%
বাংলাদেশ ভারতেও নাস্তিকের সংখ্যা কোন অংশেই কম নয়।পরিবেশ পরিস্থিতির কারনে সবাই ঘাপটি মেরে বসে আছে। এখানেও একটা মহাবিস্ফোরণ ঘটবে।
সুখের সংবাদ হলো এই --
এসব দেশের কারাগার গুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। কারন,এখানকার মানুষ গুলো অপরাধ করে না।অতএব আসামী ছাড়া কারাগার গুলো সারাখনই কান্নাকাটি করে বেহাল অবস্থা বা বেমানান। সরকার বাধ্য হয়েই কারাগার গুলো বন্ধ করার উদ্যেগ নিচ্ছে। পৃথিবীতে একটি বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি ধর্মের কালচার অচিরেই শুন্যের কোঠায় নেমে আসবে?? ধর্মের বিভিন্ন ভয়ভীতি দেখিয়েও মানুষ আর মানুষের মধ্যে থাকছে না।ক্রমাগত অপরাধ করেই চলছে,চলছে রক্তের হোলি খেলা। ধার্মিক দেশগুলোর জেলখানায় গেলে দেখা যায় ধারন ক্ষমতার অতিরিক্ত আসামী।
অপরদিকে নিধার্মিকরা অপরাধই করে না। তবে কি সেই মনিষীদের বানীই সত্যি হতে চলছে--
" ধর্মই অধর্মের মূল,,
.
------
আশ্চর্য হওয়ার কিছু নাই। চিনে ৯০ ভাগ মানুষই নাস্তিক। ৬৫ টি দেশে জরিপ চালিয়েছিল একটি বেসরকারী তথ্য প্রদানকারী সংস্থা ""গ্যালপ ইন্টারন্যাশনাল''।
জরিপের ফলাফলে দেখা যাচ্ছে যে, বিশ্বের সবচে জনবহুল দেশ যাকে বলা হয় "গনচিন,, সে দেশে ৯০% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন। চীনের শতকরা ৬১ ভাগ মানুষ সৃস্টিকর্তার অস্তিত্ব সরাসরি অস্বীকার করেন।বাকি ২৯ ভাগ তাদের ধর্ম সহ কোন ধর্মকেই বিশ্বাস করেন না।
নাস্তিক অধ্যুষিত আরো কিছু দেশ।।
১) সুইডেন ৮৫.২% মানুষ নাস্তিক।
২) ভিয়েতনাম ৮১.৩%
৩) নরওয়ে - যেখানে বিশ্বের সবচাইতে বজ্রপাত প্রবন দেশ।নাস্তিক হওয়া সত্যেও ধর্ম বিশ্বাসী দেশ অপেক্ষা বজ্রপাতে মৃতের সংখ্য একেবারেই কম। নাস্তিকের হার ৭২.৬%
৪) চেক রিপাবলিক ৬৯.৭%
৫) ফিনল্যান্ড ৬০.৮%
৬) ফ্রান্স ৫৪.৯%
৭) জার্মান ৪৯.১০%
৮) হাঙ্গেরী ৪৮%
বাংলাদেশ ভারতেও নাস্তিকের সংখ্যা কোন অংশেই কম নয়।পরিবেশ পরিস্থিতির কারনে সবাই ঘাপটি মেরে বসে আছে। এখানেও একটা মহাবিস্ফোরণ ঘটবে।
সুখের সংবাদ হলো এই --
এসব দেশের কারাগার গুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। কারন,এখানকার মানুষ গুলো অপরাধ করে না।অতএব আসামী ছাড়া কারাগার গুলো সারাখনই কান্নাকাটি করে বেহাল অবস্থা বা বেমানান। সরকার বাধ্য হয়েই কারাগার গুলো বন্ধ করার উদ্যেগ নিচ্ছে। পৃথিবীতে একটি বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি ধর্মের কালচার অচিরেই শুন্যের কোঠায় নেমে আসবে?? ধর্মের বিভিন্ন ভয়ভীতি দেখিয়েও মানুষ আর মানুষের মধ্যে থাকছে না।ক্রমাগত অপরাধ করেই চলছে,চলছে রক্তের হোলি খেলা। ধার্মিক দেশগুলোর জেলখানায় গেলে দেখা যায় ধারন ক্ষমতার অতিরিক্ত আসামী।
অপরদিকে নিধার্মিকরা অপরাধই করে না। তবে কি সেই মনিষীদের বানীই সত্যি হতে চলছে--
" ধর্মই অধর্মের মূল,,
.
------
No comments