অশ্লীল হলেও কথাগুলি সত্য।



সংসার মানে আসলে নিয়ম করে প্রতিদিন স্ত্রীর ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে!
লবনাক্ত একটা শরীর স্পর্শ করার আগে
কোনদিন হয়তো জিজ্ঞেস ও করা হয়না "তুমি ভালো আছো তো"?
সংসার একটা উপভোগ করার জায়গা!
অথচ,
আমরা অনেক সময় শুধু লবণাত্মক শরীর ভোগ করা টাকেই সংসার ভাবতে থাকি!
আমাদের ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই, আমাদের দাম্পত্য জীবনে একঘেয়ামী চলেআসে!
সংসার হচ্ছে একটা দায়িত্ববোধের ব্যপার!
দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়, স্তন থেকে দু ইঞ্চি গভীরে ছোট্ট নিশ্বপাপ একটা হৃদপিন্ড আছে!
রাস্তার মোড় থেকে কনডম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না, একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়!
শারিরিক আকর্ষনের উন্মাদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায়না, তাদের
ভালোবাসায় কখন যে অনিহা চলে আসে!
বীর্য স্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি হচ্ছেন শুধুমাত্র কামুক,
আর আফসোস!!! আপনি এখনো একজন দায়িত্বববান স্বামী/প্রেমিক/পুরুষ হয়ে উঠতে পারেন নি!
কারন
আপনি সত্যিকার স্বামী/প্রেমিক/পুরুষ হলে, আগে তার মাথায় হাত বুলাতে বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়!
একটা বয়সে আসে যেখানে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষনভাবে প্রত্যাশা করি!
আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষন প্রয়োজন হয়!
নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই!
মুগ্ধতা পাওয়া যায়!  চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে, আর পায়ের নূপুরধ্বনিতে।
ভালোবাসা মানে "শুধু তোমার চোখের দিকেই তাকিয়ে ১০০০ বার মরে যাওয়া যায়"!
ভালোবাসা  মানে "তুমি ঘুমাও, আর আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে ঘুমন্ত অবস্থাতেই দেখি"!
আচ্ছা!!!
ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না,
তাহলে কেনো শরীরের জন্য ভালোবাসাকে অস্বীকার করেন!
ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে!
যে স্বামী/প্রেমিক শুধু স্তন দেখে,
কিন্তু স্তন থেকে দু ইঞ্চি গভিরে থাকা হৃদপিন্ড যে দেখতে পায়না, সে আর যাই হোক, তার নিজের জীবনে সত্ত্য ভালবাসা পায় নাই, আর নিজের প্রেমিকা/স্ত্রীকে ভালোবাসতেও শিখেনি!
একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে, পাশের মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন!
বিপরীত মানুষটাকে একটু সময় দিন।
চুপ করে বসে শুধু তার সুখ-দুঃখের কথা শুনুন!
মন থেকে ভালবেসে তার কপালে চুমু দিন।
এতে করে পরস্পরের প্রতি ভালবাসা বাড়বে...
কারো মনে আঘাত করলে ক্ষমা চাইছি...

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.