আপনিও কি দেশের বিপন্ন মানুষ এবং অসহায় মানুষের পাশে দাড়াতে চান.! আর্ত মানুষের কষ্ট কি আপনার হৃদয় দাগকেটে যায়.? তাহলে আজই সদস্য হয়ে যান আর্ত সারথি।

অনেকেই জানতে চান আর্ত সারথি'র সদস্য হতে কী কী লাগে? তাদের উদ্দেশ্যে এই ছোট্ট  লেখা-

সদস্য হতে তেমন কিছুই লাগে না। লাগে শুধু মানবিক হৃদয়ের যোগ্যতা। আপনি আমাদের সাথে যুক্ত হলে ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী একটা মাসিক চাঁদা দিবেন(কমপক্ষে ১০০ টাকা,ছাত্র হলে ৫০ টাকা) এবং আমাদের সামনের ইভেন্টগুলোর সাথে কাজ করবেন। আর আপনার সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন সব সময়।
প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর মধ্যদিয়ে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন  আর্ত সারথির জন্ম হয়েছে। আমরা কাজ করেছি পার্বত্য চট্রগ্রামের পাহাড় ধ্বসের সময়, ভয়াবহ বন্যা, রোহিঙ্গা সঙ্কট ও শীতার্ত মানুষের জন্য। বর্তমানে আমরা কিছু দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালাচ্ছি নিয়মিত।
সেইসাথে পাঠাগার আন্দোলন, বইপড়া কর্মসূচি চালাচ্ছি। আর দেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে বিপন্ন আর্ত মানুষের পাশে দাঁড়াবো সেই জন্য সাধ্য অনুযায়ী প্রস্তুত আছি।  সামনে শিক্ষা বঞ্চিত ও অনাথ শিশুদের জন্য নিজস্ব সংস্কৃতি ও বিজ্ঞান চেতনার নৈতিক মানবিক শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করবো। সেভাবেই আগাচ্ছি আমরা। কাজটা দেশের সবখানে ছড়িয়ে দিতে চাই। একটি মানবিক সমাজ তথা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। কেউ সদস্য হতে ইচ্ছুক থাকলে আপনার পুরো নাম-ঠিকানা, রক্তের গ্রুপ জানান। ধন্যবাদ।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.