কুমিল্লার ইটভাটায় নিহত ১৩ শ্রমিক পরিবারের ১৫ জন শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ত সারথি।

কুমিল্লার ইটভাটায় নিহত ১৩ শ্রমিক পরিবারের ১৫ জন শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ত সারথি।
আজ সকাল থেকে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ও শিমুলবাড়ি  ইউনিয়নের কয়েকটি গ্রামে আর্ত সারথি টিমের দুইজন সরেজমিনে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করে তাঁদের প্রোফাইল তৈরির কাজ সম্পন্ন করেছি। সীমাহীন দুঃখ- দারিদ্র্যের কারণে চরম হুমকির মুখে পড়া তাঁদের শিক্ষা জীবনের সমস্ত খরচ মেটানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি আমরা।

প্রিয় বন্ধুরা আপনারা জানেন সকল মানবিক মানুষের সহযোগিতা নিয়ে হতদরিদ্রদের শিক্ষা সহায়তা ও আর্ত মানুষের বিপন্নতা দূরী করণে নিয়মিত নিরলস কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন আর্ত সারথি। তারই ধারাবাহিকতায় আজকের এই চৌদ্দগ্রাম ট্র‍্যাজেডির শিকার মানুষ গুলোর পাশে দাঁড়ানো। আশাকরি আপনারা সার্বিক সহযোগিতায় আর্ত সারথির পাশে  থাকবেন।

প্রিয় বন্ধুরা এখন ফেরার পথে রাস্তায় আছি। এখনো জলঢাকা থেকে  রংপুর শহরে ঢুকিনি। আজ রাতের বাসেই বাড়ি ফিরবো। এই অসহায় মানুষগুলোর দুঃখ -দুর্দশার কথাগুলো সময় নিয়ে লিখব। শুধু বলবো তাঁদের শরীর-স্বাস্থ্য আর ঘরবাড়িগুলো দেখুন। তাহলেই বুঝবেন কেন তাঁদের স্কুল পড়ুয়া কিশোর - তরুণ ছেলেরা ইটভাটায় কাজে যায়। এই নিঃস্ব মানুষরা আসলে জীবন যাপন করে না। এরা মূলত করে যন্ত্রণা যাপন। এই যন্ত্রণা যাপনের মধ্যে তাঁদের ঘরে নেমে এসেছে বুকের মানিক সন্তান এবং গৃহস্বামী হারানোর বেদনা। এই অসহ্য বেদনার ভার কিছুটা লাঘব করতে সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানো খুবই দরকার।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.